দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমলো

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমলো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৬ হাজার ৭৩৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৩০২ জন। গত ২৪ ঘন্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৯.০৭ শতাংশ। বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও এর প্রভাব কমেনি খুব একটা। বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ৪৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। গত একদিনে প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছেন আরও ৮ হাজার ৩৭১ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৬ হাজার মানুষ। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবে দৈনিক মৃত্যুতে সবার ওপরে রয়েছে রাশিয়া। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ কোটি ২৭ লাখের ঘর।

করোনা থেকে সেরে উঠেছেন ১৯ কোটি ৯২ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৮ লাখ। এদের মধ্যে ১ লাখ ৪ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর। তালিকায় ২৭ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনের এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৮৪ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৩২ হাজার ৩৬৭ জন। এদের মধ্যে ১৪২৩ জনের অবস্থা গুরুতর।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest