ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
১০ হাজার ৪৩৫ ভোটের ব্যবধানে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত জিহাদ মন্ডল নৌকা প্রতিক নিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন কুসুম্বা ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই এই দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত ৬ ফেব্রুয়ারি রাতে কারণ বশত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আওলাই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হলে শুধুমাত্র কুসুম্বা ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে।
কুসুম্বা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জিহাদ মন্ডল ও
নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুক্তার হোসেন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
জিহাদ মন্ডল ১৫ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মুক্তার হোসেন ৫ হাজার ৫২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST