আশুলিয়ায় ফ্রি রক্ত পরীক্ষা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

আশুলিয়ায় ফ্রি রক্ত পরীক্ষা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

 

 

ফরিদ আহমেদ চিশতী, আশুলিয়া (সাভার) থেকেঃ আশুলিয়া নরসিংহপুরে ফ্রি রক্ত পরীক্ষা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট ২০২৫) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বান্দো গার্মেন্টস এলাকার মিলন মেডিসিন কর্নারে এ কর্মসূচির আয়োজন করে দি গ্রীণ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও লাব্বাইক স্বেচ্ছাসেবক সংগঠন।

 

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও দি ল্যাব সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম খান লিটন। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মাওলানা সাদিক, মাওলানা আব্দুল্লাহ কাশেমী, আতাব উদ্দিন মোল্লা, সুলতান উদ্দিন মোল্লা, নজরুল মোল্লা, বাবুল মোল্লা, সাংবাদিক শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, সাংবাদিক শামীম আহমেদ, হক সারেং, কিরণ কমান্ডার, সমাজসেবক আবুল কাশেম, সাংবাদিক সাকিল, সমাজসেবক নুরুল ইসলাম, সোহেল মোল্লা, মতিন, খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কর্মসূচিতে প্রায় ৫০০ জনের রক্ত পরীক্ষা করা হয় এবং ৬০ জন স্বেচ্ছাসেবক রক্তদানের প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন লাব্বাইক স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি রাকিব হোসেন, সম্পাদক রকিবুল, সাব্বির হোসেন মোল্লা, ওয়াসিম মোল্লা, কামাল, তুষার, মিনহাজ, নাসিম, রঞ্জন, ইউসুফ, রিফাতসহ সংগঠনের অসংখ্য সদস্যরা।

 

 

রক্ত পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন মেডিকেল টিমের ম্যানেজার কামরুজ্জামান, ডাক্তার গোলাম রাব্বুল, ডাক্তার মিলন, ডাক্তার নুরুজ্জামান, ডাক্তার আফরোজা রথী, ডাক্তার শাকিল মাহমুদ, ডাক্তার পায়েল শেখ, ডাক্তার রাকিবুল ইসলাম ও ডাক্তার সানজিদা আক্তার।

 

 

বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। এ সময় বক্তারা বলেন, লাব্বাইক স্বেচ্ছাসেবক সংগঠন দীর্ঘদিন ধরে অসহায় ও দারিদ্র মানুষের পাশে থেকে রক্তদান, চিকিৎসা সহায়তা ও সমাজ উন্নয়নে কাজ করে আসছে। সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ফরিদ আহমেদ চিশতী তার বক্তব্যে বলেন সংগঠনকে সততা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে গড়ে তুলতে হবে। দুর্নীতিমুক্তভাবে মানবকল্যাণে কাজ করে লাব্বাইক সংগঠন জাতীয় ও সামাজিকভাবে সুনাম বয়ে আনুক এটাই প্রত্যাশা।

 

 

অন্যান্য বক্তারাও দুর্নীতিমুক্ত সমাজসেবা সংগঠন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলকে মানবকল্যাণের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest