ঢাকা ১৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫
দুবাইয়ে শ্রমিকদের ছাতা বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি
মোঃ আবদুল্লাহ আল মামুন
দুবাই প্রতিনিধি
দুবাই, ১৭ আগস্ট ২০২৫ (রবিবার):
দুবাই কর্তৃপক্ষ তীব্র গরমে শ্রমিকদের তাপ চাপ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ৩০০ জন শ্রমিককে ছাতা বিতরণ করা হয়েছে।
‘ছায়া এবং পুরস্কার’ শীর্ষক এ কার্যক্রমটি দুবাই পুলিশ পজিটিভ স্পিরিট কাউন্সিলের আয়োজনে আল ইয়াস পুলিশ পয়েন্টে অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকদের সানস্ট্রোক প্রতিরোধ, শরীর হাইড্রেটেড রাখা এবং প্রয়োজনীয় সুরক্ষা নির্দেশিকা অনুসরণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচিতে শ্রমিকদের আইনি অধিকার এবং দুবাই পুলিশের বিভিন্ন সেবার বিষয়েও অবহিত করা হয়। পাশাপাশি গরমের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সচেতন হতে সবাইকে আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, তাপমাত্রা বৃদ্ধির এই সময়ে সাধারণ মানুষও ‘আল ফ্রিজ ফ্রিজ’ উদ্যোগে অংশ নিয়ে শ্রমিকদের জন্য বিনামূল্যে আইসক্রিম ও জুস বিতরণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST