ঢাকা ১৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫
তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে তৈয়ব আলী বাবু (২২) নামের এক যুবকের গাঁজা বিক্রি ও সেবন করার দায়ে আট মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বাবু কুশা ইউনিয়নের পলাশবাড়ী আখিড়াপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী খোকন আলীর ছেলে। রোববার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা। এর আগে রোববার রাত ১০ টার দিকে গাঁজা বিক্রি ও সেবন করলে গোপনে সংবাদ পেয়ে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ঘটনাস্থল গিয়ে সত্যতা পান। পরে উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে গাঁজা বিক্রি ও সেবন করায় বাবুকে ৮ মাসের বিনাশ্রাম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমান করে জেলহাজতে প্রেরণ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST