ঢাকা ১৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫
মো. লুৎফর রহমান,হিলি ( দিনাজপুর):
দিনাজপুরের নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে কষ্টি পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে জরুরি বিভাগের পাশের ময়লার স্তূপে ফেলে রাখা একটি ব্যাগের ভেতর থেকে মূর্তিটি পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান জানান, দুপুর আড়াইটার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে ব্যাগটি খুঁজে পান। প্রথমে ভেতরে বিপজ্জনক কিছু আছে মনে হলেও পরে ব্যাগ খুলে প্রায় তিন কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, প্রাথমিকভাবে মূর্তিটি জব্দ করা হয়েছে এবং বিস্তারিত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST