দিনাজপুরের কৃতি সন্তান বোরহান হোসেন নিরব ভর্তি যুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজের স্থান করে নিলেন

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

দিনাজপুরের কৃতি সন্তান বোরহান হোসেন নিরব ভর্তি যুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজের স্থান করে নিলেন

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মাকড়াই গ্রামের বোরহান হোসেন নিরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক-ইউনিট (বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ)-এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে ৯৬.৫০ পেয়ে ১১৭ মেধাক্রমে নিজের স্থান দখল করেছেন। উল্লেখ্য যে, বোরহান হোসেন নিরব রংপুর কারমাইকেল কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয় এবং ২০১৭ সালে রংপুর জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছিল এবং ২০১৪ সালে জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ গোল্ডেনে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন। বোরহান হোসেন নিরবের পিতা মোঃ সিদ্দিক হোসেন (সাংবাদিক) দি এশিয়ান এজ ইংরেজি পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। সে সকলের কাছে দোয়া প্রার্থী।


alokito tv

Pin It on Pinterest