ঢাকা ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২
গত ৬ ফেব্রুয়ারি রবিবার দুদক বরাবর হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ)২৪২ শাখার বিরুদ্ধে জরিমানার করার জন্য আবেদন করেছেন বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি’র মহাসচিব ড. সুফি সাগর সামস্ । এ বিষয়টি গনমাধ্যেমে তিনি নিজেই নিশ্চিত করেন । একটি কপি আমাদের হাতে এসে পোছেছে ।ড. সুফি সাগর সামস গনমাধ্যেমকে জানায়, প্রধান কার্য্যলয়সহ হামর্দদ ল্যাবরেটরিজ (ওয়াকর্ফ) বাংলাদেশে ২৫০ টি শাখা রয়েছে । এছাড়া বিভিন্ন ব্যাঙ্কে তাদের ২৫০ টি এ্যাকাউন্ট রয়েছে । কিন্তু প্রতিষ্ঠানটি মাত্র ৮ থেকে ১০ টি ব্যাঙ্কের মাধ্যেমে আয়কর প্রদান করে । এছাড়া তাদের আরো অনেক কিছু রয়েছে । আমরা যারা সচেতন মানুষ তারা চাই যাতে করে ২৪২ টি শাখাতেই তারা আয়কর প্রদান করবে । এছাড়া এতদিন যা করেছে তার জন্য জরিমানাসহ আয়কর আদায় করতে হবে । হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ হারুন ভূইয়ার বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে ।
তিনি আরো বলেন, এই আয়কর না দেয়ার কারনে সরকার একদিকে যেমন লোকসানের স্বীকার হচ্ছে অন্যদিকে দেশ উন্নত রাষ্ঠ্রে পরিনতি হওয়া থেকে পিছিয়ে যাচ্ছে । আমাদের সবার উচিত এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সবাইকে এক হওয়া । আমরা আশা করবো সংশ্লিষ্ঠ সবাই এবিষয়টির উপর গুরত্বে দেবেন ।তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে ।
এদিকে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ হারুন ভূইয়ার কথিত স্ত্রী কামরুন নাহার পলিনের বিরুদ্ধে দুদক বরাবর আর একটি অভিযোগ দায়ের করা হয়েছে । তাদের এসকল অভিযোগের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিক মহল ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST