এইচএসসি পরীক্ষার ফল আজ

প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

এইচএসসি পরীক্ষার ফল আজ

|| বাংলা পোস্ট রিপোর্ট ||

আজ রবিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হবে। শিক্ষাথী‌র্রা যেকোনো মোবাইল থেকে এসএমএস, শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইট এবং স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।

করোনার প্রাদুর্ভাবে গত বছরের মতো এবারও সরাসরি ফলাফলের অনুলিপি গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপরই বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষাথী‌র্রা।

যেকোনো মোবাইল থেকে ফল জানতে HSC স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল স্পেস ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকেও ফল জানতে পারবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest