ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২
মোঃ মোতাহার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে স্মারণ কালের সেরা শিলাবৃষ্টি হয়।শুক্রবার বিকালে পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির খবর পাওয়া যায়।
জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। পরক্ষণেই বৃষ্টি বাড়তে থাকে, তার সাথে পাল্লা দিয়ে শুরু হয় শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি প্রায় ১৫-২০ মিনিট স্থায়ী হয়। এ সময় পৌর শহরের নরেশ চৌহান সড়কের বিভিন্ন স্থানে শিলার স্তুপ জমে থাকতে দেখা যায়। রাধুনী হোটেলের কর্মচারী সুজন শিল একটি পলিথিনে জমিয়ে বাসায় নিয়ে যায়। শিলাবৃষ্টিতে সদর উপজেলার বিভিন্ন স্থানে মরিচ, ভুট্টা, গম,আম,লিচুসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।
পৌর শহরের ঘোষপাড়া মহল্লার প্রবীন ব্যক্তি দুলাল হোসেন বলেন, ব্যক্তিগত কাজে নামাজের পর বাড়ি থেকে বের হয়ে নরেশ চৌহান সড়কের রাধুনি হোটেলে বৃষ্টিতে আটকা পরি। বৃষ্টির সাথে অনেকদিন পর শিল পরতে দেখলাম। ব্যক্তিগত ধারনা গত ১শ বছরের ব্যাপক হারে শিলাবৃষ্টি পরতে এ অঞ্চলের মানুষজন দেখেনি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক আবু হোসেন আমাদের প্রতিনিধিকে বলেন, ঠাকুরগাঁও পৌর শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় শিলাবর্ষণ হয়েছে। এতে খেতের গম, ভুট্টা, সবজি, আম ও লিচুর ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনই নিরূপণ করা সম্ভব হয়নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST