ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২
সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।।কুড়িগ্রাম জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে ফুটফুটে দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নাসরিন বেগম (২৬) নামে এক প্রসূতি মা। তবে, তা কনজয়েনড টুইন বেবি বা সংযুক্ত জমজ শিশু।
সোমবার (২১ মার্চ) দিনগত রাতে কুড়িগ্রাম শহরের খান ক্লিনিকে সিজারের মাধ্যমে জোড়া লাগা দুই শিশুর জন্ম হয়। কন্যা শিশু দুটির শরীরে কোমরের অংশে জোড়া লাগা অবস্থায় জন্ম হয়েছে।
সংযুক্ত জমজ শিশু দুটির প্রসূতি মা নাসরিন বেগম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খামার শিবরাম গ্রামের দুরপাল্লার বাস পরিবহন কাউন্টার ম্যানেজার রানা মিয়ার স্ত্রী।
ক্লিনিক সুত্রে জানা যায়, প্রসূতি মা নাসরিনকে সোমবার (২১ মার্চ) ক্লিনিকে ভর্তি করানো হলে রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে জোড়া লাগা দুই কন্যা শিশুর জন্ম হয়।
মা ও শিশুরা সুস্থ রয়েছেন।
তবে, চিকিৎসকরা জানান, বর্তমানে উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব যেতে পারে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ জানান, ইতোমধ্যে বাংলাদেশে ২-৩টি জোড়া লাগা শিশুর অস্ত্রোপাচার হয়েছে এবং এর মধ্যে একটি শিশুর সফল অপারেশনও সম্পন্ন হয়েছে। কুড়িগ্রামের এই শিশু দুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকরা ভালো সমাধান দিতে পারবেন। এটিকে কনজয়েনড টুইন বেবি বা সংযুক্ত জমজ শিশু বলা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST