ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে দেশীয় তৈরী বিপুল পরিমাণ চোলাই মদসহ চম্পা রানী নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করছে পুলিশ।
গ্রেফতারকৃত চম্পা রানী (৫০) জয়পুরহাট সদর উপজেলাধীন দোগাছী ইউনিয়নের ঘাসুরিয়া এলাকার মৃত মুন্টু রবিদাশের স্ত্রী।
জয়পুরহাট সদর থানা পুলিশ গত শনিবার সন্ধ্যায় ঘাসুরিয়া এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ চম্পা রানীকে গ্রেফতার করে।
পরবর্তীতে (২৭ মার্চ) রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জয়পুরহাট থানার উপ- পুলিশ পরিদর্শক মোঃ উজ্জ্বল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চম্পা রানীর বসত বাড়ী থেকে ৩০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST