রূপগঞ্জে কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ফলের গাছ কেটে বাগান সাবার

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

রূপগঞ্জে কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার  ফলের গাছ কেটে বাগান সাবার

শাকিল আহমেদ, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ
পুর্ব শত্রুতার জের ধরে ফলের বাগানের সমস্ত গাছ কেটে সাবার করে দিয়েছে দুর্বত্তরা। জানা গেছে, রুপগঞ্জ উপজেলার মাঝি সতিরপার সেলিম নামের এক লোকের কাছ থেকে ৩ মাস আগে সম্পত্তি বর্গা নিয়ে ফলের বাগান তৈরি করে। যে বাগানে বিভিন্ন উন্নতজাতের জাম, লিচু, মালেশিয়ান ভুটান ফল, শিতাল, বিভিন্নজাতের কলা, লেবু, পেঁপেসহ অন্যান্য ফলের চারাগাছ রােপন করে পরিচর্যা করে আসিতেছে। তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ভুক্তভোগী ইকবার হোসেন ফুলের বাগানে গিয়ে সমস্ত ফলজ চারাগাছ সচল আছে দেখে বাড়িতে চলে যায়। কিন্তু গত মঙ্গলবার একই সময়ে ফলের বাগানে গিয়ে ফলের সমস্ত গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ইকবাল চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসিলে তাহাদেরকে দেখায়। সেই সাথে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকেও ঘটনা দেখায়। ইকবাল হোসেনের দাবী, তার প্রায় ৫ লাখ টাকার ফলের গাছ কেটে সাবার করে দিয়েছে। তিনি এর রহস্য উদঘাটন করে দৃস্টান্তমূলক শাস্তির দাবি করছেন।এ ব্যাপারে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest