কুড়িগ্রামে ঘন কুয়াশা জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

কুড়িগ্রামে ঘন কুয়াশা জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা

কুড়িগ্রাম প্রতিনিধি ।।হেমন্তের সকালে ঘন কুয়াশা আর ঠাণ্ডা হাওয়া জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। এবার আগ ভাগেই উত্তরের জেলা কুড়িগ্রামে শীত নামা শুরু হয়েছে।

রোববার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।এদিকে মাঝরাত থেকে ঝিরঝির বৃষ্টির মতো ঝরছে শিশির ফোঁটা। সড়কে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সেই সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষগুলো। তাদের সময় মতো কাজে যেতে বেগ পেতে হচ্ছে।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তুহিন আহমেদ জানান, রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘণ্টা আবহাওয়া অপরিবর্তিত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest