রেডিও চিলমারীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শুভেচ্ছা স্মারক প্রদান

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

রেডিও চিলমারীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শুভেচ্ছা স্মারক প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১৮ অক্টোবর’২৩
রেডিও চিলমারী ৯৯.২ এফএমকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

বুধবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রহমতুল্লাহ’র নেতৃত্বে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে চতুর্থ পর্ব প্রথম সেমিস্টারে অধ্যয়নরত ৫৩ জন শিক্ষার্থী রেডিও চিলমারী পরিভ্রমণে আসেন।

এসময় শিক্ষার্থীরা বেতার সাংবাদিকতা কোর্সের ব্যবহার কাজের অংশ হিসেবে রেডিও স্টেশন পরিদর্শন করেন।

দুই ভাগে বিভক্ত শিক্ষার্থীদের এই দল দু’টিকে পৃথক পৃথকভাবে রেডিও স্টেশন সম্পর্কে ব্রিফ করেন স্টেশন ম্যানেজার বশির আহমেদ।

রেডিও চিলমারীর সম্প্রচার কার্যক্রম ও স্টুডিও পরিদর্শনে সহায়তা করেন- রেডিও চিলমারী’র কন্টেন্ট ডেভেলপার হুমায়রা হেনা ও লুৎফুন্নাহার হ্যাপি।

পরে শিক্ষার্থীদের সাথে নিয়ে সহকারী অধ্যাপক মো: রহমতুল্লাহ্ আনুষ্ঠানিকভাবে স্টেশন ম্যানেজার বশির আহমেদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest