হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক

মো.লুুৎফর রহমান,হিলি (দিনাজপুর):-
দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের মাঝে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে)- সকাল ১১টায় বিএসএফের-৬১ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী কমল ভগতের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি সীমান্তের শূন্য রেখায় এলে জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল নাহিদ নেওয়াজ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে সীমান্তের আইসিপি গেটে বিজিবির পোস্টে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই বাহিনীর মাঝে সম্পর্ক আরও জোরদার করা, মাদক, নারী ও শিশু পাচার, চোরাচালান সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ঘণ্টাব্যাপী বৈঠকটি চলে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest