মতিঝিলে ‘কিট ক্রেজেস’ শাখার উদ্বোধন, মাইলস্টোন নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ!

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫

মতিঝিলে ‘কিট ক্রেজেস’ শাখার উদ্বোধন, মাইলস্টোন নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ!

মোঃ মিরাজ হোসেন :

আজ ২২ জুলাই রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় ‘কিট ক্রেজেস’-এর একটি নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগামী গ্রুপের চেয়ারম্যান এম. গোলাম ফারুক মজুন। তিনি যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বর্তমান সময়টা তরুণদের জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে। সৎ ও পরিকল্পিত ব্যবসা তাদের উন্নয়নের অন্যতম হাতিয়ার হতে পারে।

 

 

 

আলোচনা সভায় কিট ক্রেজেস-এর পরিচালক ও ফ্রেন্ডশিপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর চেয়ারম্যান আব্দুল মান্নান যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “ব্যবসা শুধু লাভের জন্য নয়, বরং সমাজ ও দেশের কল্যাণেও বিশাল ভূমিকা রাখতে পারে। তরুণদের সাহস করে এগিয়ে আসতে হবে।

 

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিট ক্রেজেস-এর পরিচালনা পর্ষদের সদস্যরা মোঃ কামাল হোসেন, হাসান শেখ, মেহেদী হাসান আইমান ও ফ্রেন্ডশিপ ট্যুরস এন্ড ট্রাভেলস-এর কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

 

আলোচনা সভা শেষে সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে সর্বসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest