ঢাকা ৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫
আব্দুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধিঃ গতকাল ৩ আগস্ট দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অ্যান্টি-ফ্রড সেন্টার দুই অনলাইন প্রতারককে গ্রেপ্তার করেছে। তারা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অবৈধভাবে অর্থ স্থানান্তর করছিল।
পুলিশ জানিয়েছে, চলমান “জালিয়াতির বিষয়ে সচেতন থাকুন” ক্যাম্পেইনের অংশ হিসেবে এই মামলার বিস্তারিত জনসমক্ষে আনা হয়েছে। এতে দেখা গেছে, প্রতারকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ ব্যক্তিদের টার্গেট করত এবং তাদেরকে স্বল্প পরিমাণ টাকার লোভ দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট অথবা ডিজিটাল ওয়ালেট খুলতে প্রলুব্ধ করত।
এই অ্যাকাউন্টগুলো পরবর্তীতে একটি সুসংগঠিত জালিয়াতি চক্রের অংশ হিসেবে ব্যবহার করা হতো, যেখানে অবৈধ অর্থের উৎস আড়াল করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ট্র্যাকিং কার্যক্রমকে বিভ্রান্ত করা হতো।
দুবাই পুলিশ নাগরিকদের সতর্ক থাকতে এবং অপরিচিত কারো অনুরোধে আর্থিক বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST