গাজায় মানবিক সংকট মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক ত্রাণ সহায়তা অব্যাহত

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

গাজায় মানবিক সংকট মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক ত্রাণ সহায়তা অব্যাহত

 

 

মোঃ আবদুল্লাহ আল মামুন | দুবাই প্রতিনিধি | ৪ আগস্ট ২০২৫

 

গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রেক্ষাপটে, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ অবরুদ্ধ এই অঞ্চলটির লাখ লাখ বাসিন্দার সহায়তায় জরুরি ত্রাণ পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে।

 

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, গাজার প্রায় এক কোটি নারী ও কিশোরী বর্তমানে তীব্র খাদ্য ঘাটতি, সহিংসতা এবং নির্যাতনের ঝুঁকির মধ্যে রয়েছেন। আশ্রয়কেন্দ্রে অনাহারে মৃত্যুবরণ অথবা খাদ্য ও পানির সন্ধানে প্রাণ হারানোর শঙ্কাও প্রকট হয়ে উঠেছে।

 

এই সংকট আরও ঘনীভূত হওয়ার আগেই, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সরাসরি নির্দেশনায় বৃহৎ আকারের মানবিক ত্রাণ কার্যক্রম শুরু করা হয়। পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ এই পরিস্থিতিকে “সমালোচনামূলক এবং অভূতপূর্ব” বলে অভিহিত করেছেন।

 

২০২৫ সালের ৩১ মার্চ থেকে শুরু হওয়া এই ত্রাণ কার্যক্রমে সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত ৫০০ দিনেরও বেশি সময় ধরে একটানা মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ১.২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের ত্রাণসামগ্রী স্থল, সমুদ্র ও আকাশপথে গাজায় পৌঁছে দেওয়া হয়েছে।

 

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই ত্রি-মোডাল (স্থল, সমুদ্র, আকাশ) বিতরণ পদ্ধতির মাধ্যমে গাজায় পাঠানো মোট আন্তর্জাতিক মানবিক সাহায্যের প্রায় ৪৪ শতাংশ এককভাবে সংযুক্ত আরব আমিরাত স

রবরাহ করেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest