ঢাকা ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
ফরিদ উদ্দিন চিশতী (আশুলিয়া থেকে): ঢাকা আশুলিয়ায় জামগড়া ফ্যান্টাসি কিংডম সংলগ্ন রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মল (৩য় তালা), চলন্ত সিঁড়ির পাশে কক্ষ নং ৩১১, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের নতুন অফিস গতকাল সোমবার (৩ নভেম্বর ২০২৫ইং) বিকেলে বাদ আসর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দলের আশুলিয়া থানা কমিটির ১নং সহ-সভাপতি, রুপায়ন কমপ্লেক্স জমির মালিক মোঃ বকুল ভুঁইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাংবাদিকরা হলেন দেশ ও জাতির বিবেক, সাংবাদিকরা সমাজের আয়না, প্রতিদিন চলমান ঘটনা সত্যটা জনগণের সামনে তুলে ধরা তাদের কাজ, আপনাদের চোখ কান খোলা রেখে সাবধানতা অবলম্বন করে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। একটি সাংবাদিক সংগঠনের অফিস উদ্বোধ অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনন্দিত, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় এরকম সামাজিক কাজে সবার সাথে থেকে মানুষের সেবামূলক কাজ করতে পারি।
আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর সভাপতিত্বে অফিস উদ্বোধনী অনুষ্ঠান এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি বলেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সকল সদস্য আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের কারো সাথে কোনো বিবাদ নেই, আমরা সবার সাথে সমন্বয় করে চলি, আমরা কারো সাথে কোন সংঘর্ষে জড়াতে যাই না। যারা আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের নামে অপপ্রচার চালাচ্ছে আমরা তাদের এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতী বলেন সাংবাদিকতা একটি মহান পেশা এই পেশাকে যারা মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করে তারা শুধু সমাজের নয় জাতির শত্রু। সাংবাদিকদের প্রতি আমার আহ্বান আমরা সাদা কে সাদা কালোকে কালো বলবো। সত্যের পথে সত্য সংবাদ প্রকাশ করব কারোর তাবেদারি বা দালালি করবো না। আসুন আমরা সকলে মিলে সত্য সংবাদ প্রকাশ করি।
এসময় উপস্থিত ছিলেন, রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মল এর ইনচার্জ জামাল সাহেব. আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সহ-সভাপতি কলিমুদ্দিন পরামানিক, সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম খাইরুল, , সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, দাউদুল ইসলাম নয়ন, মোকাম্মেল মোল্লা সাগর, সৌরভ মোশারফ হোসেনসহ বিভিন্ন মিডিয়া ও গণমাধ্যম কর্মী, অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সবশেষে জুলাই আগষ্টে নিহত সাংবাদিক শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ নাহিদ হাসান ইমাম।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST