তরিকুল ইসাম গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন…….. মির্জা ফখরুল।

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

তরিকুল ইসাম গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন…….. মির্জা ফখরুল।

 

মোঃ শাহিন হোসেন, যশোর থেকে:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার যশোরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা জননেতা তরিকুল ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা, গণমানুষের প্রতি তার অগাধ ভালোবাসা ও যশোরের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের নেতা। যিনি সারাজীবন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরিকুল ইসলাম ছিলেন বিএনপির এক নিবেদিতপ্রাণ সংগঠক ও দেশপ্রেমিক নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তার আদর্শ আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তরিকুল ইসাম গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন।

এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার দেখানো পথ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে তরিকুল ইসলামের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


alokito tv

Pin It on Pinterest