ঝালকাঠির রাজাপুরে ইসলামিক মিশন হাসপাতালে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

ঝালকাঠির রাজাপুরে ইসলামিক মিশন হাসপাতালে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

 

বরিশাল ব্যুরোঃ ঝালকাঠি রাজাপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইসলামিক মিশন হাসপাতালে তত্ত্বাবধায়ক (অঃদা) ডাঃ শাহ মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

দরপত্র বিতরণে অনিয়মের অভিযোগে রয়েছে ২৫-২৬ অর্থবছরের জন্য এসিক্লোফেনাক ১০০ মিলিগ্রাম ওষুধ সরবরাহের প্রথম ধাপে সর্বনিম্ন দরদাতা বেনহাম ফার্মাকে কার্যাদেশ প্রদান করা হলেও দ্বিতীয় ধাপে অজ্ঞাত কারণে ও দরপত্র যাচাই কমিটির সুপারিশ ছাড়াই নাভানা ফার্মার অনুকূলে এককভাবে কার্যাদেশ প্রদান করেন তত্ত্বাবধায়ক ডাঃ আবু সুফিয়ান।
এ ঘটনায় সুবিচারের দাবিতে বেনহাম ফার্মা কর্তৃপক্ষ তার বরাবর লিখিত আবেদন করলেও তাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেবা না পাওয়া রোগীদের ক্ষোভ হাসপাতালে গিয়ে দেখা যায়, সেবার মান ব্যাপকভাবে অবনতি হয়েছে। আগত রোগীরা অভিযোগ করেন এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে নষ্ট প্যাথলজি পরীক্ষা নিরীক্ষা বাধাগ্রস্ত ডাক্তার সংকট ও অনিয়মিত উপস্থিতি প্রেসক্রিপশন অনুযায়ী পর্যাপ্ত ওষুধ সরবরাহ না পাওয়া।

রোগীদের দাবি পূর্বের ন্যায় সেবা আর মেলে না, অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে।

অন্যদিকে ওষুধ আত্মসাতের অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, তত্ত্বাবধায়ক ডাঃ আবু সুফিয়ানের ছত্রছায়ায় ফার্মেসির দায়িত্বপ্রাপ্ত নার্স মোহাম্মদ রেজাউল করিম ও খণ্ডকালীন এক্স-রে টেকনিশিয়ান আব্দুর রহমান রোগীদের কম পরিমাণ ওষুধ দিয়ে বাকিটা বাইরে বিক্রি করেন। বিক্রয়লব্ধ অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালকে মাদক কারবারিদের অভয়াশ্রম বানানোর অভিযোগ রয়েছে। জানাযায় স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সিদ্দিকুর রহমান ওরফে দুধ সিদ্দিক/গাঁজা সিদ্দিক তত্ত্বাবধায়কের আশ্রয়ে হাসপাতাল এলাকায় সক্রিয়। দুইজন স্টাফ নার্স রেজাউল করিম ও এক্স-রে টেকনিশিয়ান আব্দুর রহমান তার সঙ্গে মাদক ব্যবসায় জড়িত বলেও স্থানীয়বাসীর দাবি।

কর্মচারীদের শৃঙ্খলা ভঙ্গ ও প্রশাসনিক বিশৃঙ্খলাও ব্যাপক। হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। জরুরি বিভাগে দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স শারমিনকে রোগীর বেডে বসে ব্যক্তিগত কাজ (কাপড় সেলাই) করতে দেখা যায়। তত্ত্বাবধায়ক নিজেও নিয়মিত অফিসে না এসে ছুটি বহির্ভূতভাবে অনুপস্থিত থাকেন। রোগীদের জিজ্ঞাসায় প্রায়ই বলেন প্রধান কার্যালয়ের কাজে তিনি ঢাকায় আছি।

পুরোনো অনিয়মের ইতিহাস ডাঃ আবু সুফিয়ানের পূর্বের কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ইসলামিক মিশন ও পিরোজপুরের জিয়ানগর ইসলামিক মিশন কেন্দ্রেও তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, গাছ কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ ও ওষুধ কেনাকাটায় দুর্নীতির অভিযোগ স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

স্থানীয়দের দাবি সৎ তত্ত্বাবধায়ক চায় স্থানীয় জনসাধারণ। সেবা প্রার্থী ও রোগীরা জানান ডাঃ আবু সুফিয়ান ও তার সহযোগীদের বিরুদ্ধে আনীত অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হোক। এতে ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে এবং জনগণ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest