হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

 মোঃ লুৎফর রহমান হাকিমপুর প্রতিনিধিঃ চোরাচালান প্রতিরোধ করি বিনিয়োগ বান্ধব দেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলিতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভাসহ দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার বেলা ১১ টায় পানামা পোর্ট থেকে একটি র‌্যালী বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় সিএন্ডএফ এজেন্ট এশোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীসহ ,পানামা কর্তৃপক্ষ ও আমদানি-রপ্তানিকারকরা অংশগ্রহন করেন। র‌্যালী শেষে কাস্টমস অফিসে এক আলোচনা সভা সহকারী কমিশনার আব্দুল মান্নানের সভাপতিত্বে পানামা পোর্ট চত্তরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার আখিউল ইসলাম, মের জামিল হোসেন চলন্ত।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest