কাতারের শ্রমবাজার ফের খুলে দিলো বাংলাদেশের জন্য

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

কাতারের শ্রমবাজার ফের খুলে দিলো বাংলাদেশের জন্য
মোহাম্মদ মাহমুদুল হাসান, আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃ বেশ কয়েকমাস বন্ধ রাখার পর বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে কাতার। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির। মন্ত্রী বলেন, ‘দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’ তিনি আরও বলেন, ‘কাতারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা। কারণ ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে।’ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব সেলিম রেজা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় কাতারের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ ২ থেকে ৩ লাখ শ্রমিক কাতারে পাঠাতে পারবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest