তালতলী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তালতলী বাসিকে অগ্রিম ঈদের শুভেচ্ছা

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

তালতলী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তালতলী বাসিকে অগ্রিম ঈদের শুভেচ্ছা
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। আগামী শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তালতলী বাসিকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল- কবির ও সাধারণ সম্পাদক মু. তৌফিকুজ্জামান (তনু)। এক শুভেচ্ছা বার্তায় তারা দেশ ও দেশের বাহিরে সকল মুসলিম উম্মাহ্ ও দলীয় নেতাকর্মীদের অগ্রিম ঈদের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানোর পাশাপাশি পরস্পরের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। সাধারণ সম্পাদক মু. তৌফিকুজ্জামান (তনু)বলেন, পবিত্র ঈদুল আযহা এবার একটু ভিন্নভাবে পালন হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। তাই করোনা কালিন সময়ে মাস্ক ও সামাজিক দুরত্ব বাজায় রেখে নিরাপদ সামাজিক দুরন্ত বজায় রেখে। সকলের আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতীকী পশু কোরবানি দিয়ে নিজেকে বিলীন করে দেয়া এবং আত্মত্যাগে সমর্পিত হওয়ার মাধ্যমে আমাদের নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকান্ডে অংশ নিতে হবে। বিভেদ বৈষম্যহীন এক সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও ঈদের শুভেচ্ছাসহ ঈদ মোবারক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজবি-উল- কবির বলেন। সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের কারনে কঠিন সময় পার করছে। পাঁচ মাস ধরে করোনার কারণে জনজীবন বিপর্যস্ত। তারপরো করোনার আধার কেটে আলো আসবেই। ঈদের চাঁদ মুসলিম উম্মাদের মাঝে নিয়ে আসে ত্যাগের মহিমা,খুশি ও আনন্দের অমিয় ধারা। পবিত্র ঈদুল আযহা আমাদের সমাজে ধনী-গরিব, উঁচু-নীচু সকল ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানো তথা ভ্রাতৃত্ববোধের শিক্ষা দান করে। দেশের অসহায়,গরীব, দুঃস্থ, ও দরিদ্র মানুষের প্রতি ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি । এ ছাড়াও কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ জানিয়ে আরো বলেন, কোরবানির পশুর বর্জ্য আশেপাশের পরিবেশ যাতে দূষিত না করে এবং প্রতিবেশীর যাতে কোন অসুবিধা না হয় সেজন্য সদয় দৃষ্টি রাখতেও অনুরোধ করেন তিনি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও ঈদের শুভেচ্ছাসহ ঈদ মোবারক।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest