বেগম ফিরোজা কাদের মোল্লা কলেজে নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

বেগম ফিরোজা কাদের মোল্লা কলেজে নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ

ঝালকাঠি প্রতিনিধিঃ

বেগম ফিরোজা কাদের মোল্লা কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ১লা বৈশাখ।আজ ১৪ এপ্রিল (রবিবার)নানা আনুষ্ঠানিকতায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা,চেয়ারম্যান, সুগন্ধা গ্রুপ অফ কোম্পানি।আরো উপস্তিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম খান বাহার, প্রধান অতিথি মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিব,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।বিশেষ অতিথি নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ,মো :আবুল বাসার, সহকারী কলেজ পরিদর্শক,বরিশাল শিক্ষা বোর্ড। তাজুল ইসলাম দুলাল চৌধুরী, বীর মুক্তি যোদ্ধা,সালাউদ্দিন খান সেলিম,আহ্বায়ক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল,ঝালকাঠি জেলা।শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মো:মাহবুব তালুকদার। এরপর সাংস্কৃতিক গান পরিবেশন করা হয়।বাংলা নববর্ষের ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করেন কলেজের সভাপতি ও নির্বাচিত শিক্ষক শিক্ষার্থীরা।প্রধান অতিথি জাহাঙ্হীর হোসেন সমাপনী ভাষণে বাংলা নবর্ষের স্বকীয়তা ও তাৎপর্য্য তুলে ধরেন।পরিশেষে অনুষ্ঠান আয়োজনে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest