ঢাকা ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪
গোলাম মোস্তফা খান, খুলনা
দাকোপের বাজুয়া,বানিশান্তা,লাউডোব,কৈলাশগঞ্জ,দাকোপ ইউনিয়ন ও কামারখোলা, সুতারখালি,তিলডাংগা ইউনিয়নে আগামি সপ্তাহে পুরোদমে তরমুজ ক্ষেত বিক্রির হিডিক শুরু হবে। যদিও তরমুজ ফসল এবার সকল এলাকায় সমান ভাল ফলন হয়নি। গাছপাতা একটু বেশি ফলনের তুলনায়। তবুও লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একজন কৃষক দিনরাত কষ্ট করে, ক্ষেতে পানি বহন করে যতটুকু ফলন তৈরি করেছে সেটার প্রকৃত মুল্য পাওয়ার আশায় ক্ষেতে দিনরাত অতিবাহিত করছে। কৃষকদের বড় ভয় স্থানীয় দালাল ও বহিরাগত ব্যবসায়ীরা মিলে বিগত বছরের ন্যায় কৃষকের ন্যায্য তরমুজ ক্ষেতের মুল্য পেতে জটিলতার সৃষ্টি না করতে পারে। যে কোন মুল্যে দালাল হটাতে পারলে দাকোপ থেকে বেশ কয়েকশ কোটি টাকার দেশ সেরা স্বাধের তরমুজ সারা দেশের হাটবাজারসহ বিদেশের বাজারে দাকোপ বাজুয়ার তরমুজ ছড়িয়ে পড়বে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST