বীরগঞ্জে মুক্তিযুদ্ধ কর্নার ও সততা স্টোরের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

বীরগঞ্জে মুক্তিযুদ্ধ কর্নার ও সততা স্টোরের শুভ উদ্বোধন

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
শিক্ষার্থীদের মধ্যে সততার অভ্যাস গড়ে তোলা ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও গোলাপগঞ্জ ক্লাস্টার প্রধান নাজিম উদ্দিনের তত্ত্বাধানে মুক্তিযুদ্ধ কর্নার ও বিক্রেতা বিহীন ‘সততা স্টোর’ এর শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের মোহনপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও প্রভাষক মোঃ জিয়াউর রহমান জিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আখতার রবী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। একই দিনে দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মাঝে প্রীতিম্যাচে বাংলাদেশ আওয়ামী লীগের মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest