রাজশাহীতে রাস্তায় ব্যাগ রেখেই আন্দোলনে শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

রাজশাহীতে রাস্তায় ব্যাগ রেখেই আন্দোলনে শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : আন্দোলন নিয়ন্ত্রণ করতে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে দেয়ার পরও আন্দোলন থামাতে পারেনি কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুরে রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেন। ঘোষণায় রাত আটটার মধ্যে ছাত্র এবং রোববার সকাল আটটার মধ্যে ছাত্রীদের হোস্টেল ত্যাগের নির্দেশনা দেন। কিন্তু ছাত্রীরা ও ছাত্ররা রোববার সকাল থেকেই রাস্তায় ব্যাগ রেখে রেজিস্টেশন ও নিজেদের ছাত্রত্ব টিকিয়ে রাখতে মানববন্ধন শুরু করে। খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন না হওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই রেজিস্ট্রেশন এর দাবিতে আন্দোলন করছে শাহ মখদুম মেডিকেল কলেজ এর শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ কয়েক দফায় বসে আন্দোলন থামাতে পারেনি। সর্বশেষ শনিবার আবারও তাদের সাথে বসে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করলে তারা তা নামে আন্দোলন অব্যাহত রাখার দাবি জানান। এরপর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। কিন্তু রোববার সকাল থেকে রাস্তায় ব্যাগ রেখে শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করে। মানববন্ধন করা শিক্ষার্থীরা জানান, আমাদের আন্দোলন করা ছাড়া গতি নেই। এছাড়া আমাদের ছাত্র জীবন অনিশ্চিত হয়ে পড়ছে। কর্তৃপক্ষের উচিত এখনই সব ছাত্রের রেজিস্ট্রেশন এর ব্যবস্থা এবং ছাত্র টিকিয়ে রাখার ব্যবস্থা করা। শনিবার রাত আটটার দিকে রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন বলেছিলেন, কয়েক দফায় শিক্ষকদের সাথে বসে আন্দোলন বন্ধ করার জন্য বলা হয়েছিল কিন্তু শিক্ষার্থীদের একটি পক্ষ ক্লাশ করতে চাইলে অন্যরা আন্দোলন থামাতে চাইনি। পরিস্থিতি যেকোনো ধরনের বিশৃংখলা এড়াতে মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকদিন পরেই খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। তিনি আরো দাবি করেন, সবার রেজিস্ট্রেশনের প্রবলেম হয়নি মাত্র চার জন শিক্ষার্থীর সমস্যা হয়েছে। যেটি সারানোর জন্য চেষ্টা করা হচ্ছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest