দিনাজপুরের পল্লীতে দুস্কৃতকারীরা আগুন দিয়ে একটি বাড়ীর কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

দিনাজপুরের পল্লীতে দুস্কৃতকারীরা আগুন দিয়ে একটি বাড়ীর কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
দিনাজপুর সদরের দক্ষিণে ১০ নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর এলাকার মোঃ গুলজার হোসেন এর বসত বাড়ীতে মঙ্গলবার রাত আনুমানিক ২ টার পর অজ্ঞাত নামধারি দুস্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয়। এই আগুনে বাড়ীর সকল আসবাবপত্র পুড়ে ভুষিবত হয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ গুলজার হোসেন জানান, মঙ্গলবার তার ভায়রার মৃত্যু হলে তার বাড়ীর সকলে পার্শ্ববর্তী গ্রামে ভায়রার বাড়ীতে যায়। বাড়ীর অন্যান্য সদস্যরা উক্ত ভায়রার বাড়ীতেই রাত্রি যাপন করে। গুলজার হোসেন তার নিজ বাড়ীতে এসে প্রতিদিনের ন্যায় রাতে মাছ ধরার উদ্দেশ্যে পাশের জমিবাড়ী ও বিলে যায়। অনুমানিক রাত ২ টার পর তার পাশের বাড়ীর সমন্ধির স্ত্রী মোবাইল যোগে জানান আপনি কোথায়, আপনার বাড়ীতে আগুন জ্বলছে। এই কথা শুনে তিনি দ্রুত বাড়ীতে আসেন, এসে দেখেন প্রতিবেশীরা আগুন নেভানোর কাজে ব্যস্ত এবং তিনি নিজেও আগুন নিভানোর কাজে নিয়োজিত হন। তিনি আরো বলেন, আগুন কে লাগিয়েছে স্পস্টভাবে আমি বলতে পারছি না। তবে আমি ধারনা করছি কেউ শত্রুতার জের ধরে আমার বাড়ীতে আগুন লাগিয়েছে। কারণ বাড়ীতে কোন সদস্য ছিলোনা, রান্নাবান্নাও হয় নি কোন প্রকার আগুন জ্বালানও হয় নি। আগুন লাগার উৎপত্তি স্থান কারণ খুঁজে পাচ্ছি না। পরে দেখা যায় বাড়ীর পাশে একটি কোকের বোতল পরে থাকতে দেখা যায় । সেই বোতল থেকে তেল জাতীয় দ্রব্য থাকে বলে অনুমান করা যায়। তিনি বলেন, বিষয়টি প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি যেন সুষ্ঠ তদন্ত করে দেখা হয় এ আগুনটি কিভাবে লাগানো হলো বা কারা লাগালো। এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest