ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক/ শিক্ষকাসহ সকল জনবল রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে স্মারকলিপি প্রদান। রবিবার দুপুর ২টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যলয়ে স্মারকলিপি প্রদান করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নেতারা। এ সময় জেলার প্রায় ২৯টি ইউনিয়নের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও ইসলামিক ফাউন্ডেশনের ১৬৩ জন শিক্ষক/ শিক্ষিকাদের স্মাক্ষরিত জেলা প্রশাসক বারাবর দেওয়া স্মারকলিপিতে তাদের বিভিন্ন দাবি দাবা উল্লেখ করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নেতারা তাদের দাবি দাবা নিয়ে একটি স্মারকলিপি আমার মাধ্যামে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরন করেছেন। সেটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেব।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest