অবৈধ ভাবে বালু বিক্রির অপরাধে ২ব্যক্তির ১৫দিনের জেল

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

অবৈধ ভাবে বালু বিক্রির অপরাধে ২ব্যক্তির ১৫দিনের জেল
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো ঃ নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ২ ব্যক্তিকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার পুলিশকে নিয়ে সরেজমিনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বালু ব্যবসায়ীদের আটক করে এ সাজা দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা ইউনিয়নের আব্দুর সাত্তারের ছেলে বাবু মিয়া (২৮) খালিশা খুটামারা গ্রামের মোজাফফর মিয়ার ছেলে সামেদুল (২২) দন্ড ঘোষণার পর ভ্রাম্যমান আদালত কারাগারে পাঠিয়ে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের সাজা দেয়া হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest