চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে ২য় শিফটের ক্লাসের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে ২য় শিফটের ক্লাসের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ইসারুল হক, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের ক্লাস চালুর দাবিতে কলেজে সামনে মানববন্ধন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টার সময় ইনস্টিটিউটের সাধারন শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। গত ১লা ফেব্রুয়ারি ২০২০ থেকে ইনস্টিটিউটের শিক্ষকরা ২য় শিফটের সম্মানী ভাতার দাবিতে ক্লাস বর্জন করছেন। শিক্ষকরা বলেন, গত ১লা জুন ২০১৮ থেকে বেতন দেয়া হচ্চেনা আমাদের। এই কারণে গত ০৯ দিন ধরে ক্লাস হচ্ছে না দ্বিতীয় শিফটের ৬টি বিভাগে। এজন্য দ্বিতীয় শিফটের ছাত্র-ছাত্রীরা চরম বিপাকে পড়েছে। এদিকে, বাড়তি ভোগান্তিতে পড়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্বিতীয় শিফটে এই প্রতিষ্ঠানে প্রায় ১৮’শ শিক্ষার্থী রয়েছে। এখন এসব শিক্ষার্থী চরম ভোগান্তি পড়েছে। তাদের দাবি টাকার জন্য কেন শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে পড়বে। প্রথম শিফটের ক্লাস চললেও দ্বিতীয় শিফটের কেন বন্ধ থাকবে। শিক্ষার্থীরা সবাই একযোগে বলেন,আমরা যৌক্তিক আন্দোলন করছি। দ্বিতীয় শিফটের সম্মানী ভাতার জটিলতা নিরসনে কোনো সমাধান না হওয়ায় কারিগরী শিক্ষক অধিদপ্তরাধীন সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী মর্মাহত।এ সময় শিক্ষার্থীরা ৪ দফা দাবি পেস করেন শিক্ষার্থীদের ৪ দফা দাবি সমূহ হচ্ছে : ১.অতি শীঘ্রই দ্বিতীয় শিফটের কার্যক্রম চালু করা। ২.পরবর্তীতে যেন আবার সকল কার্যক্রম বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখা। ৩.দ্বিতীয় শিফটের জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা। ৪.বিগত ক্লাস গুলো থেকে যেন শিক্ষার্থীরা বঞ্চিত হতে না হয় সেদিকে লক্ষ্য রেখে অতিরিক্ত ক্লাস গ্রহণের ব্যবস্হা করা।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest