আল-কারিয়া চৌধুরী জয়পুরহাট প্রতিনিধিঃ মাদক বিরোধী অভিযানে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক সেবনের দায়ে ২২ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার সন্ধ্যায় উপজেলার আটাপাড়া রেলগেটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক সেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে। রাত ৮ টার দিকে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৫, সিপিসি ৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কোমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রহমান পিপিএম-সেবার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এঘটনায় গ্রেফতারকৃতদের রাতেই পাঁচবিবি থানা সোপর্দ করেন।