নেপাল, বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে চায়ঃ

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

নেপাল, বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে চায়ঃ

মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করার প্রস্তাব দিয়েছে নেপাল। তবে, এ বিষয়ে চিন্তা ভাবনা করছে বাংলাদেশে।সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালির সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা জানান।বাণিজ্যমন্ত্রী বলেন, নেপালের বিরাগনগর থেকে সৈয়দপুরের বিমানবন্দরের ফ্লাইং টাইম প্রায় ২৫ মিনিট। এ বিমানবন্দর তারা ব্যবহার করতে পারলে যোগাযোগ সহজ হবে।সৈয়দপুর বিমানবন্দর নেপাল কবে নাগাদ ব্যবহার করতে পারবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা উনাদের চাহিদা। আমি আজকে উনাদের বললাম- আমি এ বিষয়ে ইমিডিয়েটলি সিভিল অ্যাভিয়েশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। আজকে প্রস্তাবের পর মনে হয়েছে এটা আমাদের ও উনাদের জন্য ভালোই হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest