ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃ চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের মিছিল ক্রমশ বেড়েই চলেছে। রোববার একদিনে মারা গেছে আরও ১০৫ জন। ফলে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০য়ে গিয়ে দাঁড়ালো। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হুবেইপ্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার হুবেইপ্রদেশে আরও ১০০ জন করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া পার্শ্ববর্তী হেনানপ্রদেশে তিনজন এবং গুয়াংডংপ্রদেশে দুজন এই রোগে মারা গেছেন। রোববার চীনের আরও ২ হাজার ৪৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটির মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ৫৪৮ জন। আর বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৩২৬ জনে। চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন। এখন পর্যন্ত ১০ হাজার ৮৪৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST