কলাপাড়ায় এক কিশোরীর রহস্যময় মৃত্যু।

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

কলাপাড়ায় এক কিশোরীর রহস্যময় মৃত্যু।
 মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে এক কিশোরীর মৃত্যু নিয়ে এলাকায় ধ্রমজালের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে আবদুর রহিম গাজীর মেয়ে মোসা.ফাহিমা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার পরিবারের দাবী ঘরের খাট থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.সায়মা সুলতানা জানান, ফাহিমাকে হাসপাতালে নিয়ে এসেছে মৃত অবস্থায়। অপমৃত্যুর কোন আলামত দেখতে পাচ্ছেন না তিনি । তবে মুখমন্ডল ফ্যাকাশে ছিল, ধারনা করা হচ্ছে ষ্ট্রোক কিংবা রক্ত শূন্যতার কারনে এমন ঘটনা ঘটতে পারে। কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি (তদন্ত) মো. মাহবুুবুর রহমান জানান, এবিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest