ঘোড়াঘাটে অবৈধ ক্লিনিক সিলগালা

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

ঘোড়াঘাটে অবৈধ ক্লিনিক সিলগালা

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে ঘোড়াঘাটে একটি অবৈধ ক্লিনিককে সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার উপজেলার বলগাড়ী বাজারের আদর্শ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানম নেতৃত্বে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিকটিকে সীলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার বলগাড়ী বাজারে ডাক্তার নুর আলম সিদ্দিক নামের একব্যাক্তি নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে একটি অবৈধ ক্লিনিক পরিচালনা করে আসছিলেন। এমন তথ্যর ভিত্তিতে সোমবার ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ঐ ডাক্তার আগেই পালিয়ে যান। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম বলেন, নুর আলম সিদ্দিক বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে বৈধ কাগজপত্র ছাড়া নিজেই ক্লিনিক স্থাপন করে দীর্ঘদিন থেকে চিকিৎসা প্রদান করে আসছিলো। ভ্রাম্যমান অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ক্লিনিকটি সীলগালা ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest