ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
পরিমল চন্দ্র বসুনিয়া, হাতীবান্ধা, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় ৪র্থ শ্রেণির এক ছাত্রী যৌন হয়রানীর শিকার হয়েছে। ওই স্কুল ছাত্রী বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়িতে তাকে যৌন হয়রানী করেন তার প্রাইভেট শিক্ষক প্রতিবেশী আব্দুর রাজ্জাকের পুত্র লাইজু। যৌন হয়রানীর শিকার ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। মেয়েটির পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রাইভেট পড়ার সময় প্রতিবেশী লাজু ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে শিশুটি কান্নাকাটি করলে লাজু পালিয়ে যায়। শিশুটির কান্নাকাটি শুনে তার মা বাড়িতে এসে দেখেন তার প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। মেয়ের এ অবস্থা দেখে তার মা হাউমাউ করে কান্নাকাটি শুরু করলে এলাকাবাসী ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ রাতেই লাজুকে ধরার জন্য বিভিন্ন যায়গায় অভিযান চালায়। পরে ধর্ষক লাজুকে না পেয়ে তার পিতা রেজ্জাক খলিফাকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করে থানায় নিয়ে আসে। হাতীবান্ধা থানার (ওসি)ওমর ফারুক বলেন,স্থানীয় লোকজনের সহযোগিতায় যৌন হয়রানীর শিকার ওই স্কুল ছাত্রীকে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা করতে ওই ছাত্রীর পরিবার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ লাইজুকে গ্রেফতারের চেষ্টা করছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST