ভুটান দূতাবাশ কর্মকর্তাদের নাটোর ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন আলু ক্ষেত পরিদর্শন

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

ভুটান দূতাবাশ কর্মকর্তাদের নাটোর ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন আলু ক্ষেত পরিদর্শন

আবু মুসা স্টাফ রিপোর্টারঃ ভুটানী বীজে চাষ করা নাটোর ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন আলু ক্ষেত পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটান দূতাবাশের কর্মকর্তারা।দুপুরে ভুটান দুতাবাশের বানিজ্যিক কাউন্সিলর দোমাং ও মিনিস্টার এস বি রাই নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর পুঠিয়া উপজেলার কয়েকটি প্রদর্শনী আলু ক্ষেত পরিদর্শন করেন।এ সময় কাউন্সিলর বলেন বাংলাদেশের সাথে ভুটানের চমৎকার বানিজ্যিক সম্পর্ক রয়েছে।সেই সূত্রেই বাংলাদেশে ভুটানী আলু বীজ রপ্তানীর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।নাটোরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পরীক্ষামূলক ভাবে ভুটানী বীজের আলু রোপন করা হয়।দূতাবাশ কর্মকর্তাদের আশা বাংলাদেশে প্রচলিত আলুর চেয়ে তাদের আলুর ফলন অনেক বেশি হবে


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest