ঢাকা ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে আমদানি পণ্যের বিকল্প বাজার খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আমদানি পণ্যের বিকল্পবাজার খোঁজা হচ্ছে- জাতীয় সংসদে এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের মতোই ধর্ষণের বিরুদ্ধেও তার সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। মঙ্গলবার, একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ আর মাদকের মতো ধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তার সরেকার। চীন থেকে শুরু হওয়া, বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্ক নিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। গুজবে কান না দিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশি-বিদেশি সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিনিয়োগের জন্য বাংলাদেশ হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে উপযুক্ত দেশ।’গেল দুইদিন যাবৎ চলা শীতকালীন অধিবেশনে সাতটি বিল পাস হয়েছে। সমাপনী দিন ছাড়াই, রাষ্ট্রপতির ভাষণ এর ওপর ৫২ ঘন্টা ৩৮ মিনিট আলোচনা হয়েছে যার মধ্যে সরকারি দলের ১৯৮ জন এবং বিরোধী দলের ২৫ জন সংসদ সদস্য অংশ নেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST