ইউএনও`র আশ্বাসে সড়ক থেকে সরলো শিক্ষার্থীরা

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

ইউএনও`র আশ্বাসে সড়ক থেকে সরলো শিক্ষার্থীরা

রিফাত আহমেদ রাসেল, (নেত্রকোনা): নেত্রকোনা দুর্গাপুরে গতকাল মঙ্গলবার বালিবাহী ট্রাকের চাপায় আবিদা সুলতানা ইশা (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় আজ বুধবার সকাল থেকে উপজেলার কৃষ্ণচর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।

এই সময় সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের আশ্বাসে প্রায় ৫ ঘণ্টা সড়ক বন্ধ থাকার পর সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীসহ স্থানীয়রা । এর আগে বেলা বাড়ার সাথে সাথে কৃষ্ণচর উচ্চ বিদ্যালয়, কৃষ্ণচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কের জড়ো হয়ে অবরোধ শুরু করেন । এ সময় শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়রা নিরাপদ সড়ক দাবিতে নানা রকম স্লোগান দেন । পাশাপাশি বিগত বছরগুলোতে এই সড়কেই বালুবাহী ট্রাকের চাপায় নিহতদের পরিবারের সদস্যদের অংশ গ্রহনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয় । স্থানীয়রা জানায়, প্রতিদিনই ট্রাকের বেপরোয়া গতি বেড়েই চলছে । আর প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীসহ এলাকার অনেক মানুষের । বিগত বছর থেকে চলতি বছরের এখন পর্যন্ত এই সড়কে বালুবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছে অনেকেই । তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার গুলোৱ সামনে স্পিডব্রেকার স্থাপন ও অদক্ষ লাইসেন্স বিহীন গাড়ি আটকের দাবি জানান তারা । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন, সড়ক দুর্ঘটনা বন্ধে অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ি ধরতে কিছুদিনের মধ্যেই অভিযানে শুরু হবে । পাশাপাশি সড়কের পাশে জমা করে বালু বিক্রিয় নিষিদ্ধ করেন তিনি ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest