নীলফামারীর ৫ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দিলেন উপজেলা পরিষদ

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

নীলফামারীর ৫ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দিলেন উপজেলা পরিষদ

খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ৫ প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষককে সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,বুধবার দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভায় এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজলো রিসোর্চ সেন্টারের ইন্সট্রাকটর আফজাল হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন,আতাউর রহমান,বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হেদায়েত হোসেন,সাধারণ সম্পাদক মাহ্মুদ শরীফ প্রমূখ। উপজেলার শ্রেষ্ঠ ৫ প্রাথমিক বিদ্যালয় হচ্ছে,সিঙ্গেরগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়,নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়,শরীফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়,বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চাঁদখানা ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, যে ৫টি বিদ্যালয় শতভাগ পাশ নিশ্চিতের সাথে সাথে শতভাগ এ প্লাস অর্জন করতে পেরেছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের ভাল সম্পর্ক রেখে তাদের কাছ থেকে ভাল ফলাফলের জন্য পরামর্শ নিতে হবে। শ্রেষ্ঠ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,এ ধারাকে অব্যাহত রাখতে হবে। পরে উপজেলার শ্রেষ্ঠ ৫শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে ক্রেষ্ট তুলে দেন নেতৃবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest