বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাথে জেলা প্রশাসক বরিশালের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাথে জেলা প্রশাসক বরিশালের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বরিশাল মহানগর প্রতিনিধিঃ গতকাল ৬ নভেম্বর বুধবার রাত ৭ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে, রিপোর্টার্স ইউনিটির কার্যালয়। রিপোর্টার্স ইউনিটির সদস্য প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দদের সাথে জেলা প্রশাসক বরিশালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, সাবেক সভাপতি রিপোর্টার্স ইউনিটি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক রিপোর্টার্স ইউনিটি মিথুন সাহা, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি আলী খান জসিমসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিবৃন্দ রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বর্তমান সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। সাংবাদিকতার মহান পেশাকে সামনে এগিয়ে নিতে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন মতবিনিময় সভায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest