ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার সকালে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শহীদ মিনার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হুমায়ূন কবির খান , উপাধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমান, চীফ ইন্সট্রাক্টর সহিদুল ইসলামসহ সকল ডিপার্টমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক,কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদৃন্দ । প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ৫২’র ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী সালাম, রফিক, বরকতসহ সকল ভাষা শহীদরা চির অমর। তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। বাংলা ভাষা যত দিন থাকবে ততদিন তাদেরকে সকলে সম্মানের সাথে স্মরণ করবে। উল্লেখ্য যে, শিক্ষা প্রকৌশল এর আর্থিক সহযোগিতায় সাত লক্ষ টাকা ব্যয়ে এই শহীদ মিনার নির্মান করা হয়।