শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার

শার্শা(যশোর)প্রতিনিধিঃ শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে শার্শা শিকারপুর সীমান্ত থেকে এ ফেন্সিডিলের চালানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনানায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শিকারপুর সীমান্তের আনদুরপোতা মাঠে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় । ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, আটক ফেনসিডিল থানায় জমা করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest