রাঙ্গাবালীতে ১৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র।

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

রাঙ্গাবালীতে ১৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র।

 

মোঃমনিরুল ইসলাম,রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে মোঃ জিহাদ (১৪) নামের এক মাদ্রাসাছাত্র। সে সাজির হাওলা আকবারিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৪৬) করেন জিহাদের বাবা হাবিব সরদার। জিডিতে উল্লেখ করা হয়েছে, জিহাদ উপজেলার হরিদ্রাখালী গ্রামের নানা বাড়ি থেকে লেখাপড়া করে। গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় সেই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। কিন্তু এখন (বৃহস্পতিবার) পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার এএসআই (ডিউটি অফিসার) মোহাম্মদ আসাদ বলেন, নানা বাড়ি থেকে রাগ করে জিহাদ চলে যাওয়ার ঘটনায় তার বাবা একটি জিডি করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest