ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০
ইইসারুল হক, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় শিশু রিমাকে ধষর্ণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত তরিকুল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১ টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বকচর নামক স্থানে এ ঘটনা ঘটে।চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয় বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে 6 বছরের শিশু রিমা কে ধর্ষণ ও তারপর তাকে হত্যার ঘটনায় অভিযুক্ত তরিকুল সদর উপজেলার বকচর নামক স্থানে অবস্থান করছে। এসময় পুলিশের একটি দল বকচর এলাকায় অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় অভিযানে যাবার সময় তরিকুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা চার রাউন্ড গুলি ছুড়লে তরিকুলের সহযোগীদের গুলিতে তরিকুল মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করে। ঘটনাস্থল থেকে ধর্ষকের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রসঙ্গত সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকা থেকে ৬ বছরের শিশু রিমা নিখোঁজ হবার একদিন পর একই এলাকার একটি বাঁশঝাড় এর মধ্যে উলঙ্গ অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST