খালি পায়ে প্রভাত ফেরীর মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

খালি পায়ে প্রভাত ফেরীর মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

রিফাত আহমেদ রাসেল,(নেত্রকোনা) প্রতিনিধি: ৫২য়ে বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছেন এদেশের বীর সৈনিকরা । এদের সরণি ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেত্রকোনার দুর্গাপুরে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ভোরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাতফেরী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের নেতৃত্বে খালি পায়ে আমার-ভাইয়ের-রক্তে-রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গান গাইতে গাইতে প্রভাবফেরীতে অংশ নেয় সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেত শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। এর আগে রাত বারোটা এক মিনিটে দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest