দিনাজপুরের উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিউটের শিক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠান

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

দিনাজপুরের উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিউটের শিক্ষার্থীদের  বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠান

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ দিনাজপুর উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিউট এর ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের টেক্সটাইল ও গার্মেন্টস্, টেকনোলজির ছাত্রছাত্রীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীনবরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উত্তর ফরিদপুরস্থ প্রতিষ্ঠানের ইউটিইআই অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ও দৈনিক পত্রালাপের যুগ্ম সম্পাদক মোঃ আবু তৈয়ব আলী দুলাল। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ নুর জাহান বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর (ননটেক) মোঃ সবুজার রহমান, ইন্সট্রাক্টর (টেক) সুবল চন্দ্র রায়, রেজিস্ট্রার মোঃ আব্দুল জলিল, ইন্সট্রাক্টর (টেক) মোঃ রেজওয়ানুল মজুমদার, ইন্সট্রাক্টর (টেক) মোঃ শাহনেওয়াজ তালুকদার, ইন্সট্রাক্টর (ননটেক) মোছাঃ মাহবুবে মঞ্জুর-ই-খুদা। উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দকে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ফুল দিয়ে বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ২ জন মেধাবী শিক্ষার্থীকে ২টি ল্যাপটপ তুলে দেন প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বর্ষের ১০ শিক্ষার্থী বক্তব্য রাখেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest